- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মার্চ ২০২৫ | ২:৫২ অপরাহ্ণ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ।
রবিবার (২ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদকের অনুসন্ধান দল। সেখানে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করা হয়। জব্দ করা সেই অর্থ ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |