- আজ বৃহস্পতিবার
- ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৬শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২৪ | ২:২৩ অপরাহ্ণ
নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর চারটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স ম জাকারিয়ার মৃত্যুতে ইতোমধ্যে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সচিব ও ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।