• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার বিচার শুরু

    | ২৮ জুন ২০২১ | ৯:৫২ পূর্বাহ্ণ

    সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশসহ অভিযুক্ত ১৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে প্রদীপ, এসআই নন্দদুলাল রক্ষিত ও কনস্টেবল সাগর দেবসহ ১০ আসামির করা জামিন আবেদন বাতিল করে দেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের আদালতে আনা হয়। এর মধ্য দিয় আলোচিত এ মামলার বিচার শুরু হলো।

    বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, প্রমাণ করতে পেরেছি ওইদিন চেকপোস্টে পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপসহ আসামিরা সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাই জামিন চাওয়া হলেও আসামিদের জামিন নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

    আদালত চত্বরে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, আমরা আদালতকে বলেছি এজাহার এবং চার্জশিটে গরমিল রয়েছে। বিচারক বিষয়টা আমলে নেননি। তাই জামিন নাকচ করেছেন।

    বিচার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সিনহার বোন ও মামলার বাদী শারমিন ফেরদৌস। যুগান্তরকে তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর আমি এবং আমার পরিবারের সর্বোচ্চ আস্থা আছে। ইনশাআল্লাহ আমরা সিনহা হত্যার ন্যায়বিচার পাব। মেজর সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, আশা করছি দ্রুত বিচার কাজ শেষ হবে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।’ প্রদীপ ও এসআই নন্দদুলালের জামিন চেয়ে ১০ জুন আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু ওইদিন আদালতে নথি উপস্থাপন না হওয়ায় শুনানি হয়নি। ১৩ জুন এ নিয়ে আবার আদালতে আবেদন করা হয়। আবেদনটি আমলে নিয়ে আদালত শুনানির জন্য ২৭ জুন দিন ঠিক করেন।

    এ মামলায় অভিযুক্ত কনস্টেবল সাগর দেব দীর্ঘদিন পলাতক থাকার পর ২৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য ২৭ জুন দিন ধার্য করেছিলেন। মামলায় চার্জগঠন শুনানিতে আসামি পক্ষে ছিলেন কক্সবাজার বারের অ্যাডভোকেট দিলীপ দাশ, মহিউদ্দিন খান, মোবারক হোসেন। আর চট্টগ্রাম থেকে আসেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, চন্দন দাশসহ ১০-১২ জনের একটি আইনজীবী প্যানেল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম ও বাদীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, সাবেক পিপি মোহাম্মদ জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০