- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২৫ | ৮:৪৯ অপরাহ্ণ
বিপিএলে একের পর এক ম্যাচ জিতে যখন অপরাজিতর তালিকা দীর্ঘ করছে রংপুর রাইডার্স, ঠিক বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালসের। রংপুরের টানা ছয় জয়ের বিপরীতে ৪ ম্যাচের প্রতিটিতেই হেরেছে ঢাকা।
আজ পঞ্চম ম্যাচে জয়ের খোঁজে প্রতিপক্ষ চিটাগাং কিংসকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা। আজ সিলেটে অপরাজিত ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দিয়েছেন সাব্বির রহমান।
তার মতোই এবারের বিপিএলে প্রথম ফিফটি পাওয়া তানজিদ হাসান তামিমেরও অবশ্য অবদান কম নয়।
দুঃসময় পাড়ি দেওয়া ঢাকার ইনিংসের শুরুটা আজও ভালো ছিল না। দলীয় ৫ রানে যে ঢাকাকে বিপদে রেখে যান ওপেনার জেসন রয় (১)। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজটা করে যাচ্ছিলেন।
তাকে ছোট ছোট জুটি গড়তে সঙ্গ দিলেও নামের পাশে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি দুই ব্যাটার স্টিফেন এসকিনাজি (৫) ও শাহাদাত হোসেন দিপু (৯)।
চতুর্থ উইকেটে অবশ্য দারুণ সঙ্গ পান তানজিদ তামিম। তার সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে ঢাকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাব্বির রহমান। বাঁহাতি ওপেনার ৫৪ রানে ফিরলেও সাব্বিরের ব্যাট ঠিকই হাসছিল।
চিটাগাং কিংসের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে মাঠের চতুর্দিকে বলকে আছড়ে ফেলছিলেন তিনি। ৩৩ বলে ৮২ রানের ইনিংসটি তাই প্রমাণ করে। ২৪৮.৪৮ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ৯ ছক্কায়। সাব্বিরের এমন রুদ্রমূর্তির দিনে আজ ঢাকার জয় ভাগ্য আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |