• আজ বৃহস্পতিবার
    • ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে জিলকদ ১৪৪৬ হিজরি

    সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর বিষয়ে আপসহীন সেনাবাহিনী

    সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর বিষয়ে আপসহীন সেনাবাহিনী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মে ২০২৫ | ৪:৫৯ অপরাহ্ণ

    সম্প্রতি আলোচিত ‘মানবিক করিডোর’কে স্পর্শকাতর উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন যেকোনো বিষয় কঠোরভাবে প্রতিহত করা হবে। সোমবার (২৬ মে) সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে এই দৃঢ় অবস্থানের কথা জানায় তারা।

    সেনাবাহিনী জানায়, সীমান্তে পুশইন কোনোভাবে কাম্য নয়, সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সেনাবাহিনী আরও জানায়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের কোনো টানাপোড়েন নেই এবং দেশের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ আপসহীন।

    ব্রিফিংয়ে কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) এবং মাদক দমনের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, কেএনএফের ৩০ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গত এক মাসে কেএনএফের ১ হাজার ৯৭৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, ৪ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সেনাবাহিনী উল্লেখ করে।

    ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

    এছাড়াও মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয়, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১