• আজ সোমবার
    • ২৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

    সিংগাইরে আ.লীগের সভাপতি হলেন মমতাজ, সম্পাদক শহিদুর

    সিংগাইরে আ.লীগের সভাপতি হলেন মমতাজ, সম্পাদক শহিদুর

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জুলাই ২০২২ | ১২:১৮ অপরাহ্ণ

    দীর্ঘ সাত বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে পুনরায় সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।

    সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

    সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম।

    সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। সম্মেলন পরিচালনা করেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মাজেদ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১