• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সিংহাসন ফিরে পেলেন রুট

    সিংহাসন ফিরে পেলেন রুট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২৫ | ৫:৫৮ অপরাহ্ণ

    লর্ডসে রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। ২২ রানের জয়ে ইংল্যান্ডের বোলারদের অনবদ্য অবদান থাকলেও কম নয় জো রুটেরও। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০৪) করার পর দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তিনি।

    দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কারই এবার পেয়েছেন রুট।

    ক্রিকেটের তীর্থ ভূমির সেঞ্চুরিতে যে সিংহাসন ফিরে পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটার এখন তিনি। ৮৮৮ রেটিং পয়েন্টে চূড়ায় থাকা রুট পেছনে ফেলেছেন সতীর্থ হ্যারি ব্রুককে। তবে ৮৬২ রেটিং পাওয়া ব্রুক দুইয়েও নন, তিনে জায়গা পেয়েছেন।

    তার দুই ধাপ অবনতি হওয়ায় দুই ইংল্যান্ড ব্যাটারের মাঝে জায়গা করে নিয়েছেন কেন উইলিয়ামসন।
    এ নিয়ে অস্টমবারের মতো শীর্ষে উঠছেন রুট। ৩৪ বছর বয়সে শীর্ষে ওঠায় একটা কীর্তি গড়েছেন তিনি। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পর দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে শীর্ষে ওঠেছেন তিনি। ২০১৪ সালের ডিসেম্বরে ৩৭ বছর বয়সে এই কীর্তি গড়েছিলেন সাঙ্গাকারা।

    অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে হ্যাটট্রিক করায় ৬ ধাপ এগিয়েছেন স্কট বোল্যান্ড। বর্তমানে ৬ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার পেসার। আর দ্বিতীয় ইনিংসে ৯ রানে ৬ উইকেট নেওয়া তার সতীর্থ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক আগের মতোই ১০ নম্বরে আছেন। বোলারদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই।

    ৯০১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। আর ৪০৯ রেটিং নিয়ে অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।

    শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বোলিং করার পুরস্কার পেয়েছেন রিশাদ হোসেন। দুই টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারের। ১৭ নম্বরে উঠেছেন তিনি। তার ওপরে আছেন ৯ ধাপ এগানো শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারা।

    ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছেন লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানের ইনিংস খেলা বাংলাদেশের অধিনায়ক এখন ৪৫ নম্বরে আছেন। ১২ ধাপ এগানো পারভেজ হোসেন ইমন আছেন ৮৫ নম্বরে। অন্যদিকে ৩ ধাপ এগিয়ে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস আছেন ১৫ নম্বরে। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২৫২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১