• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

    সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর থেকে এই বাসটি এখানে থেমে ছিল। সন্ধ্যায় হঠাৎ করে দেখি একটু একটু করে আগুন জ্বলছে। আমরা সবাই বালি ও পানি দেই কিন্তু আগুন নেভে না। সিট গুলিও দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নেভায়।

    এ ব্যাপারে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০