• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সিদ্ধিরগঞ্জে ১৬৮০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার ২

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২১ | ৮:১৬ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় অভিযান চালিয়ে আট ড্রামভর্তি এক হাজার ৬৮০ লিটার চোরাই ডিজেলসহ এ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

    আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আকরাম হোসেন (৩৫) ও মো. নুরুল ইসলাম (৪৫)। এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

    র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এক সঙ্গে বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামিরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। এসব তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০