• আজ সোমবার
    • ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সিরিজ ড্র করেও অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙেছে ভারত

    সিরিজ ড্র করেও অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙেছে ভারত

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুন ২০২২ | ৪:১০ অপরাহ্ণ

    দুই টি-টোয়েন্টি জিতে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের দুই ম্যাচ জিতেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ঋষভ পান্তের ভারত। শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। তাতে ঘরের মাঠে সর্বাধিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ভারত। ড্র আর সিরিজ জয় মিলিয়ে ৯টি!

    ভারতের আগে এই রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়া। তারা ঘরের মাঠে ৮টি সিরিজে হারেনি। অর্থাৎ এই সিরিজগুলোয় তারা ড্রয়ের পাশাপাশি জয়ের নজির রাখায় অপরাজিত ছিল। অস্ট্রেলিয়ার এই রেকর্ডের সময়কাল ছিল ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।

    ভারতের অপ্রতিরোধ্য এই ফর্মের সূচনা ২০১৯ সাল থেকে। সেবার এই প্রোটিয়াদের বিপক্ষে ১-১ ড্র করেই যার সূচনা। তার পর জিতেছে টানা সাতটি সিরিজ। ২০২০ সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে ছাড়াও শ্রীলঙ্কাকে হারিয়েছে ২-০ তে। তার পরের বছর ভারত ইংল্যান্ডকে ৩-২ ও নিউজিল্যান্ডকে ৩-০ তে হারিয়েছিল। আইপিএলের আগে আবারও ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে তারা। ‍দুটিই ছিল ৩-০ ব্যবধানে।

    ভারত ২০১৬-১৮ মৌসুমেও ঘরের মাঠে টানা ৬টি সিরিজ জয়ের নজির রেখেছিল। সেই ধারায় ছেদ ঘটায় অস্ট্রেলিয়া। ২০১৯ ফেব্রুয়ারিতে অজিরা ভারতকে হারিয়ে দেয় ২-০ তে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১