- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২১ | ৫:০৫ অপরাহ্ণ
সম্প্রতি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হচ্ছে বলে দাবি করছে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এর মধ্যে আবারও ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আহত সরকারপন্থি দুই সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইল সিরিয়ার লাটাকিয়া বন্দরে বিমান চালায়। এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি পাঁচ সেনা আহত হন। পরে বুধবার লাটাকিয়ার একটি হাসপাতালে দুই সেনা মৃতুবরণ করেন।
সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান লাটাকিয়া বন্দরের ইঞ্জিন তেল এবং গাড়ির যন্ত্রাংশ রাখা কার্গোতে হামলা চালায়। তবে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ওই কার্গোতে অস্ত্র এবং গোলাবারুদ ছিল।
লাটাকিয়া বন্দর এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ায় ইসরায়েলি হামলার পরিমাণ বেড়েছে। সিরীয় ভূখণ্ডে হামলা নিয়ে খুব কমই স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েল।