• আজ সোমবার
    • ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সিরিয়ার সাথে সীমান্ত গেট খুলে দেবে তুরস্ক

    সিরিয়ার সাথে সীমান্ত গেট খুলে দেবে তুরস্ক

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২৪ | ১০:২৫ পূর্বাহ্ণ

    শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সিরিয়ার সাথে সংযুক্ত তুরস্কের ইয়ালদাগি সীমান্ত গেট খুলে দেয়ার কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সোমবার (৯ ডিসেম্বর) দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোগান।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ইয়ালদাগি সীমান্ত গেট খুলে দেয়া হবে।

    এদিকে ৭ ডিসেম্বর তুরস্কের একে পার্টি গাজিয়ানটেপের ৮তম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্কের ‘এমনকি কোনো দেশের নুড়ির দিকেও’ নজর নেই এবং ‘সিরিয়া শুধুই সিরীয়দের’।

    এরদোয়ান বলেন, সিরিয়ার ইদলিবে বেসামরিকদের ওপর ক্রমবর্ধমান হামলা সাম্প্রতিক ঘটনাগুলোর সূত্রপাত করেছে।

    তিনি গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে, যা আঙ্কারা উপেক্ষা করতে পারে না। কেন না, সংঘাতবিধ্বস্ত দেশটির সাথে তাদের ৯১০ কিলোমিটার (৫৬৫ মাইল) সীমান্ত রয়েছে।

    উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্ক দখলের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

    সূত্র : আল জাজিরা

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১