- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২১ | ৪:৫৩ অপরাহ্ণ
সিরিয়ার লাটকিয়া বন্দরে মঙ্গলবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে ইসরায়েলি বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
প্রতিরক্ষা বাহিনী লাটাকিয়ায় চালানো এ হামলার জবাব দিয়েছে বলে সানার খবরে বলা হয়।
সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, বন্দরের কন্টেইনার ইয়ার্ড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কয়েকটি কন্টেইনারে আগুন ধরে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এদিকে ইসরায়েল বারবার বলেছে, তারা প্রতিবেশী সিরিয়াকে তাদের শত্রু রাষ্ট্র ইরানের সহযোগি হওয়ার সুযোগ দেবে না।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে শত শত বার বিমান হামলা চালিয়েছে।