• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সিরিয়ায় সফরে ইরানের প্রেসিডেন্ট

    সিরিয়ায় সফরে ইরানের প্রেসিডেন্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মে ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ণ

    প্রায় এক যুগ পর সিরিয়া সফরে গেছেন ইরানের রাষ্ট্রপতি সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। কয়েকদিন আগেও প্রেসিডেন্টের আগমন কে কেন্দ্র করে সিরিয়ায় হামলা চালায় দখলদার ইসরায়েল। তবুও সকল বাধা পিছনে ফেলে সিরিয়া সফরে এসেছেন ইব্রাহিম রাইসি।

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল দামেস্কে পৌঁছেছেন।

    দু’দিনের এই সফরে আর্থ-রাজনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার বিষয়ে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। বিভিন্ন কারণে ইরানের প্রেসিডেন্টের সিরিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ২০১১ সালে সিরিয়ায় সংকট শুরুর পর এটাই ইরানের কোনো প্রেসিডেন্টের প্রথম সিরিয়া সফর। অবশ্য এ দীর্ঘ সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও দুই দফায় ইরান সফরে এসে সর্বোচ্চ নেতার সাথে দেখা করে গেছেন।

    সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট দায়েশ বা আইএস সন্ত্রাসীদের তাণ্ডবে আর্থ-রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে দেশটি গভীর সংকটে নিমজ্জিত ছিল। অন্তত ৮০টি দেশ থেকে প্রায় দেড় লাখ সন্ত্রাসী এনে সিরিয়ায় পাঠানো হয়েছিল।

    আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো সিরিয়ার বহু নিরীহ মানুষকে হত্যা করেছে এবং নিরাপত্তাহীনতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ অবস্থায় ইরান এগিয়ে আসে এবং সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে।

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল সোলাইমানি সিরিয়ার সেনাবাহিনী ও জনগণের পাশে দাঁড়ান এবং শেষ পর্যন্ত সিরিয়া সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়।

    বর্তমানে বাশার আল আসাদ সরকারের অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং সৌদি আরবসহ অন্য আরব দেশগুলো এ বাস্তবতা মেনে নিয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর আরব দেশগুলোর জোট আরব লীগও সিরিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে এগিয়ে আসে এবং এই জোটে সিরিয়াকে ফিরিয়ে আনে।

    এ ছাড়া, জর্দান, সৌদি আরব, সিরিয়া, ইরাক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা গত সোমবার আম্মানে বৈঠকে মিলিত হয়ে সিরিয়া সংকট অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। এ কারণে ইরানের প্রেসিডেন্টের সিরিয়া সফরের গুরুত্ব বেড়ে গেছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০