• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    সিলেটে অবরোধের প্রথম দিনে যুবদল নেতা নিহত

    সিলেটে অবরোধের প্রথম দিনে যুবদল নেতা নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩ | ৭:১৩ অপরাহ্ণ

    সিলেটে বিএনপির অবরোধের প্রথম দিনে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তার নাম জিল্লুর রহমান ওরেফে ‍জিলু (৪২)। তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মদনগৌরি গ্রামের এলাইছ মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় পুলিশ দেখে পালাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খান জিলু। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তবে যুবদল নেতা জিলুকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তার দাবি, পুলিশ ধাওয়া করে জিলুকে আটকের পর মারধর করেছে। এতে তার মৃত্যু হয়েছে।

    সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন জিলুসহ কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন তিনি। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০