• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    সিলেট-৩ উপনির্বাচনে জয়ী হাবিব

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩৮ পূর্বাহ্ণ

    সিলেট-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে  ৬৫ হাজার ৩১২ ভোট পেয়ে বেশি তিনি বিজয়ী হয়েছেন।

    হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।

    নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ৬৪০ ভোট।

    নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোট পড়েছে মোট  ১ লাখ ২০ হাজার ৫৫১ টি। ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় কোনো ভোট বাতিল হয়নি।

    কোনো ধরনের গোলযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ হয়। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনিতে ভোট নেয়া শেষে গণনা শুরু হয়।

    গত ১১ মার্চ করোনাক্রান্ত হয়ে এ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০