• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানি-আফগান বাহিনীর সংঘর্ষ

    সীমান্ত ক্রসিংয়ে পাকিস্তানি-আফগান বাহিনীর সংঘর্ষ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ মার্চ ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ

    পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সম্প্রতি বন্ধ হওয়া প্রধান সীমান্ত ক্রসিং তোরখামে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

    পবিত্র রমজান মাসের প্রথম কার্যদিবসে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সাধারণত রমজান উপলক্ষে পাকিস্তান থেকে আফগানিস্তানের খাদ্য আমদানি ব্যাপক বেড়ে যায়। আফগানিস্তান বর্তমানে মানবিক ও খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। দুই দেশের মাঝে প্রধান সীমান্ত ক্রসিং এলাকার তোরখাম সীমান্ত পয়েন্টে গত ১০ দিন ধরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীবাহী হাজার হাজার ট্রাক আটকা রয়েছে ওই সীমান্তে।

    সোমবার তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তালেবানের একজন যোদ্ধা নিহত ও দু’জন আহত হয়েছেন।

    নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। তবে সীমান্তের এই সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

    ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। তবে, আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

    গত ডিসেম্বরে আফগানিস্তানের ভূখণ্ডে জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানিয়ে বলেছেন, চলতি সপ্তাহে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেটির সমাধান হয়েছে। তবে সীমান্ত ক্রসিং আবার চালু হবে কি না সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। গত ২১ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে ওই সীমান্ত।

    উভয় দেশের চেম্বার অব কমার্সের কর্মকর্তারা বলেছেন, সীমান্ত-অঞ্চলে ফাঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে ক্রসিংটি বন্ধ রয়েছে। এর ফলে পাঁচ হাজার মালবাহী ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা ক্রমবর্ধমান লোকসানের ভয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

    পাকিস্তান-আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্সের পরিচালক জিয়াউল হক সারহাদি বলেছেন, এটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং দু’দেশের বাণিজ্য ভয়াবহ প্রভাব ফেলছে।

    সূত্র: রয়টার্স।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০