• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    সুন্দরবনের পর্যটনকেন্দ্র ও সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২১ | ৮:৫৮ পূর্বাহ্ণ

    করোনার বিস্তার প্রতিরোধে অনিদির্ষ্টকালের জন্য সুন্দরবনে সব ধরনের পর্যটক প্রবেশ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

    বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও।

    সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার এক চিঠিতে শুক্রবার থেকে সব পর্যটককেন্দ্র পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি বিস্তার প্রতিরোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

    এদিকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা হলো শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বনবিভাগের নির্দেশে ৩রা এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত এটি বন্ধ থাকবে। শুক্রবার সন্ধ্যায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবর রহমান এ তথ্য জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০