• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘সুপারস্টার জয়া’য় মুগ্ধ ইরানি নির্মাতা

    ‘সুপারস্টার জয়া’য় মুগ্ধ ইরানি নির্মাতা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২ | ২:০২ অপরাহ্ণ

    ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ‘ফেরেশতে’ নামে সিনেমা নির্মাণ করছেন। এতে অভিনয় করছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এরইমধ্যে কিছু ছবি ও তথ্য প্রকাশ পেয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ছবির সংশ্লিষ্টরা। শনিবার রাতে (২৩ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সিনেমাটির সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, ফেরেশতে সিনেমার বিস্তারিত তথ্য।

    জানানো হয় ‘ফেরেশতে’ ইরানি সিনেমা। তবে এটি দৃশ্যায়তি হচ্ছে বাংলা ভাষায়। গল্পের প্রেক্ষাপটও বাংলাদেশ।

    ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।

    নির্মাতা মুর্তজা অতাশ জমজম বলেন, ‘এটি একটি ইরানি সিনেমা, যার গল্প বাংলাদেশি কিন্তু নির্মিত হবে ইরানি ঢঙে। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পাঠানোর পরিকল্পনা আছে। ইরান ও বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে।’

    সিনেমার নাম ‘ফেরেশতে’ রাখার মাধ্যমে পরিচালক ভালো ও নিষ্পাপ মানুষের কথা বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, ‘সবখানেই ভালো মানুষ থাকে। যারা নিষ্পাপ। ধরেন কোনো পরিবারে মা’ই হলো ফেরেশতে।’

    সংবাদ সম্মেলনে নির্মাতা মুর্তজা অতাশ জমজম জয়াকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘জয়া আহসানের সঙ্গে কাজ করে মনে হয়েছে ইরানের কোনো সুপারস্টার শিল্পীর সঙ্গে কাজ করছি। তাদের চেয়ে উনার দক্ষতা কোনো অংশে কম নয়। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। প্রতিটি দৃশ্য তিনি নিখুঁতভাবে অভিনয় করেছেন, দারুণভাবে সবকিছু সামলে নিয়েছেন। এককথায় আমি মুগ্ধ।’

    অনুষ্ঠানে নিজের মাতৃভাষা ফারসিতে কথা বলেন মর্তুজা। তার কথা বাংলায় অনুবাদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ।

    বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করছেন রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুকসহ অনেকে। তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহে সিনেমাটির শুটিং শেষ হবে বলে জানা গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০