- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২২ | ২:৪৫ অপরাহ্ণ
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ রবিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আরাফত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে গত ১০ বছরে তারা উন্নয়ন করেছে। তারা যদি উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন মোকাবিলা করতে এত ভয় পায় কেন? তারা যদি ভালো কাজ করেই থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচনে তাদেরকেই জনগণ ভোট দিবে।’
একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যারা বিজয়ী হবে তারাই দেশ পরিচালনা করবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা চাই জনগণের সমর্থন নিয়ে আমরা এই দেশ পরিচালনা করবো।’
গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত ১০ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। তাদের সন্তানেরা এখন বড় হয়ে যাচ্ছে। এই বাচ্চাদের কি অপরাধ। তারা তাদের পিতাকে কেন দেখতে পায় না এই প্রশ্নের জবাব কি দিবো?
আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শেষে বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিমসহ অন্যান্যরা।