• আজ সোমবার
    • ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা সফর ১৪৪৭ হিজরি

    সুষ্ঠু নির্বাচনে যারা বাঁধা সৃষ্টি করবে, তাদের জন্য ভিসানীতি: নজরুল ইসলাম

    সুষ্ঠু নির্বাচনে যারা বাঁধা সৃষ্টি করবে, তাদের জন্য ভিসানীতি: নজরুল ইসলাম

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জুন ২০২৩ | ৬:০২ অপরাহ্ণ

    আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করবে, তাদের জন্য মার্কিন ভিসানীতি। যারা (আওয়ামী লীগ) নিশিরাতে ভোট চুরি করে ক্ষমতায় ভিসানীতি তাদের জন্য।

    শনিবার (১৭ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

    নজরুল ইসলাম বলেন, কিছু দিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেনি। অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে। এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছেন?

    আমরা একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছি বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, স্মরণসভা চলাকালীন সময়ে পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি উঠান। এ মঞ্চে একজন মন্ত্রী ও আরেকজন রাষ্ট্রদূত ছিলেন। পোশাক পরিহিত পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি দেশের বরেণ্য নেতারা এখানে উপস্থিত আছেন অথচ পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এ ধরনের অসাদচারণ।

    বিএনপির এ নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয়, তারা দায়বদ্ধ শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা এখন পুলিশকে ব্যক্তিগত বাহিনীতে পরিণত করেছেন।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১