• আজ বৃহস্পতিবার
    • ২৩শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই সফর ১৪৪৭ হিজরি

    ‘সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি’

    ‘সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২৫ | ৭:০০ অপরাহ্ণ

    গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এই আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো সামাজিক মাধ্যমে, আবার কখনো শিল্পী সমাজের ব্যানারে তিনি রাজপথে আন্দোলনকারীদের পাশে ছিলেন।

    এই ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে বাঁধন আগস্টের শুরু থেকেই তার সামাজিক মাধ্যমে আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, “আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।”

    কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি সেই দিন দুপুরে ঘটা ঘটনাগুলোকে তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত বলে বর্ণনা করেন।

    বাঁধন বলেন, “যখন খবর ছড়িয়ে পড়ে, শেখ হাসিনা পালিয়ে গেছেন—জনতার গর্জনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তখন যে উল্লাস, যে বিস্ফোরণ জনতার মাঝে দেখা গিয়েছিল, তা আমি জীবনে কখনো দেখিনি। এটা বুঝতে হলে আপনাকে সেখানে থাকতে হতো।”

    তিনি আরও বলেন, “পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ নেচেছে, কেউ স্লোগান দিচ্ছিল। বাতাসে ছিল স্বাধীনতার বিদ্যুৎ। সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি বাংলাদেশের মানুষদের নিয়ে গর্বিত। কী এক বিজয়! কী এক অসাধারণ সাফল্য!”

    উল্লেখ্য, আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীকালে নানা সময়ে রাজপথ ও অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেছেন আজমেরী হক বাঁধন। সেই স্মৃতিই এখন তার মনে গর্বের অধ্যায় হয়ে রয়ে গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১