• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সেমিতে আর্জেন্টিনার মার্জিত আচরণ আশা করছে ক্রোয়েশিয়া

    সেমিতে আর্জেন্টিনার মার্জিত আচরণ আশা করছে ক্রোয়েশিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২২ | ৬:০৩ অপরাহ্ণ

    নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ভুলে যেতে চাইবে আর্জেন্টিনা। উত্তাপ ছড়ানো ম্যাচে হলুদ কার্ড বের হয়েছে ১৬টি। ছিল একটি লাল কার্ড! ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালেও একই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক; তা হয়তো চাইবে না আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচেরও প্রত্যাশা এমনই।

    ডাচদের সঙ্গে মেসিদের ম্যাচটায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড দেখা গেছে পুরোটা সময়। উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে ঠান্ডা ও ভদ্র বলে পরিচিত খোদ মেসিকেও।

    অবশ্য মেসিদের এই মেজাজ সম্পর্কে আগেই অভিজ্ঞতা হয়েছে ক্রোয়েশিয়ার। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে মদরিচদের কাছে হারের পর দালিচের সঙ্গে ক্ষোভে হ্যান্ডশেক করতে আগ্রহ দেখাননি তখনকার আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। তাতে বোঝাই যাচ্ছে, অতীতের মতো হয়তো এই ম্যাচও উত্তাপ ছড়াতে পারে। ক্রোয়েশিয়া কোচ দালিচ কিন্তু অতীতের ওই ঘটনায় ক্ষোভ পুষে রাখছেন না, ‘যারা জড়িত ছিল তাদের সম্পর্কে ধারণা আছে। আর তখন প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। এসব হয়ে থাকে। আমি কোনও ক্ষোভ পুষে রাখছি না।’

    নেদারল্যান্ডস ম্যাচে ডাচ কোচ লুই ফন গালের সঙ্গে মেসিকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। ডাচ এক খেলোয়াড়কে আক্রমণ করতেও দেখা গেছে তাকে। ডাচ খেলোয়াড়দেরও দেখা গেছে আর্জেন্টাইন খেলোয়াড়দের উত্তেজিত করতে। তবে ক্রোয়াটদের বিপক্ষে মেসিদের আচরণ মার্জিত থাকবে বলেই প্রত্যাশা দালিচের, ‘আমি কখনও আবেগের বশে রাগ প্রকাশ করি না। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে অনেক বিশৃঙ্খলা দেখা গেছে। ছিল ফুটবল-বহির্ভূত আচরণ। আমি আশা করবো এই ম্যাচে তেমনটা হবে না।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০