- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২১ | ৯:৫৬ পূর্বাহ্ণ
সৌদি আরবের পুলিশ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। রাজধানী রিয়াদের পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস এ কথা জানিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের নিরাপত্তা শাখা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তিরা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছেন বলে জানান মেজর খালেদ।
পুলিশের এই মুখপাত্র বলেন, ওই ব্যক্তিরা অবৈধ সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তিনি জানান, সৌদি নাগরিক এবং বাসিন্দাদের নামে তাদের অজান্তেই এসব সিমকার্ড নিবন্ধন করেছিলেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা।
আটক বাংলাদেশিদের কাছ থেকে ১ হাজার ৪৬১টি সিমকার্ড, চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং বেশ কিছু রিয়াল উদ্ধার করা হয়।