• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশায়র কারণে ফ্লাইট বন্ধ

    সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশায়র কারণে ফ্লাইট বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ

    নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখনও কোনও ফ্লাইট বাতিল করা হয়নি। কয়েকটি ফ্লাইটের যাত্রীরা বিমানের অপেক্ষা করছেন।

    সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।

    বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ (মঙ্গলবার) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ ও গতিবেগ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিক থেকে ৫ কিলোমিটার। এ সময় দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ৪০০-৫০০ মিটারের মধ্যে।

    তিনি বলেন, ‘বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। দুপুরের আগে এ আবহাওয়ায় ফ্লাইট চলাচলের সম্ভাবনা খুবই কম। শীতকালে মূলত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে বিমান চলাচল করে থাকে।’

    অপেক্ষায় থাকা বিমানযাত্রী সামসুল হক ও শফিকুল ইসলাম বলেন, ‘দরকারি কাজে ঢাকা যাওয়া প্রয়োজন। কিন্তু ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না।’

    আরেক যাত্রী রহিমা বেগম বলেন, ‘সকালে সড়কপথে ঠাকুরগাঁও থেকে এখানে এসেছি ফ্লাইট ধরার জন্য। এসে শুনি কুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। কখন খুলবে সঠিকভাবে কেউ বলতে পারছে না।’

    সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘এখনও কোনও ফ্লাইট বাতিল করা হয়নি। আশা করি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্ততি রাখা হয়েছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০