• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সোমালিয়ায় শিক্ষা ভবনের কাছে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১০০

    সোমালিয়ায় শিক্ষা ভবনের কাছে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১০০

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ অক্টোবর ২০২২ | ৯:৩২ অপরাহ্ণ

    সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। দেশটির প্রেসিডেন্ট রবিবার তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

    দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষোভ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতিতে দেয়নি দেশটির কোনও সশস্ত্র গোষ্ঠী। তবে এ ঘটনার পেছনে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ।

    রয়টার্স জানিয়েছে, প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের ব্যস্ত সড়কের কাছে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে যখন অ্যাম্বুলেন্স এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাতে থাকে তখন দ্বিতীয় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় নিরাপত্তা সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়েছে।

    উল্লেখ্য, দেশটিতে জঙ্গি হামলার ঘটনা দিন দিন আরও বাড়ছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সোমালিয়ায় বোমা হামলায় ৫০০ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এবং আইএস জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১