• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সমাবেশ করতে চায় জামায়াত

    সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সমাবেশ করতে চায় জামায়াত

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ

    ডিএমপির অনুমতি না পাওয়ার কারণে মঙ্গলবার সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী। তাই আগামী শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় শান্তিপূর্ণ সমাবেশ পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে দলটির ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ) শাখা।

    মঙ্গলবার মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদনপত্র জমা দেন।

    প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট আজমত হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল করিম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন সবুজ ও এডভোকেট নুরুন্নবী উজ্জ্বল প্রমুখ।

    এর আগে গত ২৫ জুলাই সকালে ই-মেইলে চিঠি পাঠিয়ে সমাবেশ করার অনুমতি চায় জামায়াত। ওই দিন বিকালে আবার একটি আইনজীবী প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে সশরীরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সমাবেশের অনুমতি চায়। কিন্তু পূর্ব ঘোষিত সমাবেশ কর্মসূচির অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। তাই সংবাদ সম্মেলন করে আগামী শুক্রবার দুপুর ২টায় নতুন করে একই স্থানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১