- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ
বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনের যে কক্ষ থেকে সর্বশেষ বের হয়েছিলেন মো. আবু নাঈম সোহাগ, সেই কক্ষের দরজায় জ্বলজ্বল করছিল সাধারণ সম্পাদক হিসেবে তার নাম। শুক্রবার ছুটির দিন থাকায় ভবনে আসেনি, আর কবে আসতে পারবেন কিংবা আদৌ আসতে পারবেন কিনা, তা অনিশ্চিত।
ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর বাফুফে ভবনের প্রতাপশালী ব্যক্তিটি এখন একজন সাধারণ মানুষ। বাফুফে ভবনে তার কক্ষের দরজায় যে নামফলক ছিল, সেটাও তুলে ফেলা হয়েছে শনিবার।
আবু নাঈম সোহাগ এখন ফুটবলের কেউ নন। কারণ, ফিফা তাকে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। সোহাগ আপিল করবেন বলে জানিয়েছেন।
সোহাগ নিজেও আত্মবিশ্বাসী অভিযোগের জাল থেকে মুক্ত হতে পারবেন। তবে সেটা কতদিনে এবং ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলেও তিনি আর বাফুফেতে ফিরতে পারবেন কিনা, সেটাই বড় প্রশ্ন।
নামফলক তুলে ফেলার মধ্য দিয়ে বাফুফে থেকে সোহাগ বিচ্ছিন্ন হয়ে গেলেন লম্বা সময়ের জন্য। সেটা হতে পারে চিরদিনের জন্য।