• আজ শনিবার
    • ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৫ | ৭:০৬ অপরাহ্ণ

    রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের সব ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।”

    উপদেষ্টা আরও জানান, গত বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল (শুক্রবার) বিকেলে র‍্যাব অস্ত্রসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, গতকাল রাতেই আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি সাধারণ মানুষকে যেকোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অ্যাকশন নিচ্ছে।

    ব্রিফিংয়ের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, এসবিপ্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১