- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ মে ২০২১ | ৭:৩৯ অপরাহ্ণ
সৌদি জোটের হামলায় ইয়েমেনের মারিবে হিজবুল্লাহর সামরিক বিশেষজ্ঞ মুস্তফা আল-ঘারাউয়ি নিহত হয়েছেন।
নিহত মুস্তফা হিজবুল্লাহর সামরিক টিমের সদস্য। তিনি ইরান সমর্থিত হুতিদের সঙ্গে কর্মকাণ্ড চালাচ্ছিলেন। সোমবার এক বিমান হামলায় মুস্তফা নিহত হন বলে জানিয়েছে ওই সূত্রটি।
এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার তারা হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে। মারিবের একটি জনপ্রিয় মার্কেটকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এতে কয়েকটি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।