- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি স্পোর্টিস ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২১ | ১১:০১ পূর্বাহ্ণ
বুকে ব্যথা নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তাঁর ধমনিতে রিং বসানো হয়েছে। আরো দুটি রিং বসানোর কথা ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, এখন অনেকটাই ভালো আছেন সৌরভ। তাই আপাতত আরো দুটি রিং বসানো হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে আজ সোমবার সকালে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড আলোচনায় বসে। ভিডিও কলে পরামর্শ নেওয়া হয় বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠির। এই বৈঠকে সৌরভের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
কলকাতার উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু বলেন, ‘সৌরভের আরো দুটি রিং বসানো হবে। তবে তা এখনই হচ্ছে না। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার আবার মেডিক্যাল বোর্ড আলোচনায় বসবে। উনি (সৌরভ) সুস্থ হয়ে উঠলে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, গত শনিবার সকালে বাড়িতেই জিম করছিলেন সৌরভ। সে সময় বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |