• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    স্কুল ছাত্র তৌসিফুল ইসলাম মুন্নার হত্যা রহস্য উদঘাটন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুন ২০২১ | ১০:২৩ পূর্বাহ্ণ

    গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা উত্তরা শাহিন ক্যাডেট স্কুলের ছাত্র তৌসিফুল ইসলাম মুন্নার হত্যা মামলার দুই বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার (৮ জুন) বিকেলে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের চকমোকামিয়া এলাকার কুদ্দুস আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (২৫), জামালপুর জেলার বকশিগঞ্জের জাকিরপাড়া এলাকার ওশমান আলীর ছেলে মো. মোফাজ্জলকে (৩১)।

    পিবিআই জানায়, ২০১৯ সালের ১৮ জুলাই সকালে মুন্নাকে বাসায় একা রেখে তার মা হামিদা আক্তার মুকুল ছোট ছেলে তামিমকে নিয়ে স্থানীয় আবু তালেব মডেল একাডেমিতে যান। এরআগে মুন্নার বাবা মিজানুর রহমান (জাহাঙ্গীর) তার কর্মস্থল ঢাকায় চলে যান।

    পরে হামিদা আক্তার বাসায় ফিরে দেখেন শোবার ঘরে খাটের ওপর মুন্নার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। মিজানুর রহমান টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলাটি তদন্তে পিবিআই গাজীপুর শাখাকে দায়িত্ব দেয়া হয়।

    পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘বাবা ও মা না থাকার সুযোগে মুন্নাদের ঘরে প্রবেশ করে আসামিরা। মোবাইল ফোন ও ক্যামেরা চুরির সময় মুন্না বাধা দিলে তাকে জবাই করে এবং পেটে ছুরিকাঘাতে হত্যা করে তারা। মূলত তারা চুরির উদ্দেশ্যে ফ্ল্যাটে প্রবেশ করে। কিন্তু আসামিদের মুন্না চিনে ফেলায় তাকে হত্যা করে পালিয়ে যায় তারা।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১