• আজ বুধবার
    • ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    স্টেডিয়ামে দর্শকের আকস্মিক মৃত্যু, বাতিল লা লিগা ম্যাচ

    স্টেডিয়ামে দর্শকের আকস্মিক মৃত্যু, বাতিল লা লিগা ম্যাচ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

    স্টেডিয়ামে আকস্মিকভাবে এক দর্শকের মৃত্যুর ঘটনায় স্প্যানিশ ফুটবল লীগ লা লিগার গ্রেনাডা বনাম অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার রবিবারের ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

    এ বিষয়ে ব্রিটিশ ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে। তিনি গ্রানাডার সমর্থক ছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর লা লিগার নিয়মিত দর্শক ও সাংবাদিকেরা সমবেদনা জানান।

    প্রতিবেদনে বলা হয়—এস্তাদিও যখন হৃদ্‌রোগে আক্রান্ত হন ততক্ষণে দুই দলের মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছিল। পরে ১৭ মিনিটের মধ্যে ওই ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। যদিও পরে দুই দলই ম্যাচটি পুরোপুরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচটি পরবর্তীতে খেলার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করা হবে। এই ঘটনায় লীগের অন্যান্য দলও শোক জানিয়েছে। কাতালান শিবির থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—‘গ্রেনাডা এবং অ্যাথলেটিক ক্লাবের মধ্যে খেলা চলাকালীন মারা যাওয়া ভক্তের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এফসি বার্সেলোনা।’

    সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে ভ্যালেন্সিয়া ক্লাব লিখেছে, ‘গ্রেনাডা-অ্যাথলেটিক ম্যাচে প্রাণ হারানো ভক্তের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাই।’

    জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকেরা যখন গ্যালারিতে এস্তাদিও কাছে যান তখনো মাঠে উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। কিন্তু শেষ পর্যন্ত এস্তাদিওর অবস্থার উন্নতি না হলে খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরে যান। তবে খেলাটি যখন বাতিল করা হয়—ততক্ষণে ১-০ তে এগিয়ে ছিল অ্যাথলেটিক বিলবাও।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০