• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:০৪ অপরাহ্ণ

    মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে র‌্যালি করছে বিএনপি। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যসহ দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

    জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা রঙিন করে তুলেছেন র‌্যালি। র‌্যালির শুরুতে ভ্যানে করে বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল আকারের ছবি নেওয়া হয়েছে।

    দুপুর সোয়া ২টায় র‌্যালি শুরুর আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

    এসময় আয়োজকরা জানান, র‌্যালিটি শান্তিনগর মোড় হয়ে ঘুরে আবারও নয়া পল্টনে এসে শেষ হবে।

    র‌্যালির উদ্বোধন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের র‌্যালির মধ্যে দিয়ে নতুন সংগ্রামের সূচনা হলো, আজকের র‌্যালি নতুন করে জেগে উঠবার র‌্যালি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার শুভ সূচনা হলো আজকের র‌্যালির মধ্য দিয়ে।’

    বিএনপির মহাসচিব বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্বাধীনতার পঞ্চাশ বছরের র‌্যালিতে অংশ নিয়েছি। যখন একাত্তরের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

    র‌্যালিতে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০