- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২১ | ১২:৪৬ অপরাহ্ণ
নির্বাচনী সহিংসতা এড়াতে নরসিংদীর আলোকবালী রায়পুরার মির্জারচর ও নিলক্ষাচরে অভিযান চালিয়েছে র্যাব-১১। এ সময় স্বাধীন বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাধীন বাহিনীর প্রধানসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেফতাররা হলেন- আ. সাত্তার স্বাধীন (৫৪), কালন (৩০), নাজির হোসেন (৩৫), বিল্লাহ হোসেন (৩৫), জুয়েল (২৫), আবুল হোসেন (৫৫), মো. আনিস (২৬), খোকন মিয়া (৩২), মিজানুর রহমান (৪৫), আইব আলী (৪৪), নাসির (৩০), লিটন (২০)।
তানভীর মাহমুদ বলেন, নরসিংদী জেলায় সংগঠিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ সংগঠিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে। এ পর্যন্ত দুই সপ্তাহে নির্বাচনী সহিংসতায় ছয়জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বহু সংখ্যক মানুষ এ সহিংসতায় আহত হয়েছেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য র্যাবের অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউপি নির্বাচনের সহিংসতা প্রতিরোধে নরসিংদীর রায়পুরা থানার মির্জারচর, আলোকবালী ও নিলক্ষাচরে র্যাব-১১ নরসিংদীর চৌকস একটি দল মঙ্গলবার ভোরে চরাঞ্চলে অভিযান চালায়।
র্যাব-১১ এর অধিনায়ক বলেন, খবর পেয়ে নিলক্ষা ও আলোকবালী চরাঞ্চলের সন্ত্রাসীরা আত্মগোপন করে। পরে জেলার রায়পুরার মির্জাচর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বাধীন বাহিনীর প্রধান স্বাধীনসহ দলের অন্য সদস্যরা র্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, তাদের চারপাশ থেকে ঘেরাও দিয়ে হত্যাসহ অসংখ্য মামলার পলাতক আসামি স্বাধীন বাহিনীর প্রধান স্বাধীনসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড রিভলবারের গুলি, একটি ইউএসএর তৈরি শট গান, ২৯ রাউন্ড শট গানের গুলি, একটি ওয়ান সুটার গান, রামদা ছয়টি, ছুরি একটি, তলোয়ার একটি, কিরিচ একটি, সামুরাই দুটি, চাপাতি একটি, তিনটি বুলেট প্রুফ জ্যাকেট, নগদ ৮ হাজার ৮৮০ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।