• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না গ্রিনল্যান্ড : ডেনমার্ক

    স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না গ্রিনল্যান্ড : ডেনমার্ক

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জানুয়ারি ২০২৫ | ৬:৩২ অপরাহ্ণ

    গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের রাজ্য বানানোর স্বপ্ন পূরণ হবে না বলে জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন।

    বুধবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বল প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশের পর একথা বলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। খবর, রয়টার্সের।

    রাসমুসেন বলেন, দ্বীপটির অধিবাসীরা চাইলে নিজেরা স্বাধীন হতে পারে, কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না।

    তিনি আরও বলেন, আমরা পুরোপুরি স্বীকার করি যে, গ্রিনল্যান্ডের নিজস্ব উচ্চাকাঙ্খা আছে, সেগুলো বাস্তবায়ন হলে গ্রিনল্যান্ড স্বাধীন হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টেট হওয়ার উচ্চাকাঙ্খা আদৌ তাদের নেই।

    আগামী ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। তার আগে থেকেই গ্রিনল্যান্ড দখলে নিতে কড়া হুমকি-ধামকি দেওয়া শুরু করেছেন তিনি। ট্রাম্পের মন্তব্যের পর এরই মধ্যে কোপেনহেগেনে ডেনমার্কের রাজার সঙ্গে গ্রিনল্যান্ডের নেতাদের বৈঠকও হয়েছে।

    এদিকে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ট্রাম্পের উচ্চাকাঙ্খা তাকে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক অভিযান চালানোর দিকে ঠেলে দেবে সেটা তিনি ভাবতেও পারেন না।

    উল্লেখ্য, বিশ্বের অন্যতম বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ৬০০ বছর ধরে এটি ডেনমার্কের অংশ হয়ে আছে। ৫৭ হাজার জনসংখ্যার দেশ গ্রিনল্যান্ডে আছে স্বায়ত্তশাসন। দ্বীপদেশটির প্রধানমন্ত্রীর লক্ষ্য ডেনমার্ক থেকে স্বাধীনতা পাওয়া।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০