• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    স্বামীকে বাঁচাতে স্ত্রীর প্রাণপণ চেষ্টা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ এপ্রিল ২০২১ | ৬:১৪ পূর্বাহ্ণ

    করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবলীলায় লণ্ডভণ্ড ভারত। হাসপাতালে জায়গা হচ্ছে না অনেক করোনা রোগীর।

    মূলত অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। মরদেহের চিতা জ্বলার আগুনেধোঁয়াচ্ছন্ন ভারতের আকাশ।

    আর এসব করুণ দৃশ্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে গোটা বিশ্ব।

    এদের মধ্যে অনেক ছবি ভাইরাল হয়েছে। অনেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে ভারতের নাগরিকদের জন্য প্রার্থনা করছেন। করোনার ভয়াবহতা বুঝিয়ে সতর্ক থাকতে বলছেন।

    এসব করুণ দৃশ্যের মধ্যে রোববার থেকে ভাইরাল একটি ছবি, যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এ ছবি দেখে পাষাণ হৃদয়ের মানুষের চোখেও গড়গড় করে জল গড়িয়ে পড়বে।

    ছবিতে দেখা গেছে, করোনাক্রান্ত এক ব্যক্তিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন এক নারী। অটোরিকশায় করে হাসাপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। ওই নারীর হাতে পানির বোতল ও অন্যহাতে মোবাইল ফোন। এ সময় ব্যক্তিটির শ্বাস বন্ধ হওয়া উপক্রম। তাকে বাঁচাতে নিজের মুখ দিয়ে ওই নারী অক্সিজেন দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন প্রাণপণে।

    বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, ছবিটি ভারতর উত্তর প্রদেশ রাজ্যর আগরায় তোলা। করোনায় আক্রান্ত স্বামী রবি সিংঘালকে বাঁচাতে এভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন তার সহধর্মিণী রেনু সিংঘাল। উত্তরপ্রদেশের আগরার আভাস বিকাশ সেক্টর ৭ এর বাসিন্দা এই দম্পতি। তার স্বামীর হঠাৎ করেই শ্বাসকষ্ট দেখা দিলে তিনি তাকে স্বরোজিনি নাইরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (এসএনএমসি) উদ্দেশ্যে নিয়ে যেতে থাকেন  কিন্তু পথিমধ্যে রবি সিংঘালের দম বন্ধ হয়ে যেতে থাকে। এ সময় স্বামীকে বাঁচাতে নিজেই মুখ দিয়ে অক্সিজেন দেওয়া চেষ্টা করতে থাকেন রেনু।

    চোখের সামনে স্বামীর দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন, তা সহ্য করতে পারছিলেন না রেনু।

    জানা গেছে, এমন ঝুঁকি নিয়েও শেষমেষ আর স্বামীকে বাঁচাতে পারেননি রেনু। আগ্রার একটি হাসপাতালের বাইরে অটোর মধ্যেই রবি সিংঘালের মৃত্যু হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০