• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদনে আপত্তি জার্মান আদালতের

    স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদনে আপত্তি জার্মান আদালতের

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৪:৩৭ অপরাহ্ণ

    জার্মান আদালতে দুই ব্যক্তি ডাক্তার ছাড়াই মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন। তারা দুইজনেই কঠিন রোগে আক্রান্ত। আদালত তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে।

    জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, জার্মানির দুই ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন। একজন ক্যান্সার পরবর্তী সমস্যার রোগী, অন্যজন সিরোসিসের রোগী। দুইজনেই ডাক্তারের পরামর্শ ছাড়া সোডিয়াম-পেন্টোবারবিটাল নেয়ার আবেদন জানিয়েছিলেন। এই ওষুধটি মূলত ঘুমের ওষুধ। কিন্তু বেশি পরিমাণে নিলে মৃত্যু অবশ্যম্ভাবী। বস্তুত এই ওষুধ দিয়েই আমেরিকায় মৃত্যুদণ্ড দেয়া হয়।

    জার্মান আদালত অবশ্য আবেদনগুলি খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, যদি প্রয়োজন হয়, আদালতের সঙ্গে চিকিৎসকের কথা বলতে হবে। স্বেচ্ছায় কাউকে এই সুযোগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়বে।
    উল্লেখ্য, আদালত স্বেচ্ছামৃত্যুর বিষয়টি সম্পূর্ণ খারিজ করে দেয়নি। কিন্তু এই দুই ব্যক্তি চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলেন। আদালত সেই বিষয়টি খারিজ করে দিয়েছে।

    জার্মানির লাইপজিগ আদালত এই রায় দিয়েছে। তবে রোগীরা উচ্চ আদালতে আবেদন জানাতেই পারেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০