- আজ রবিবার
- ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতেন প্রয়াত এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টার। তিনি একজন সৎ মানুষ ছিলেন, দক্ষ রাজনীতিবিদ ছিলেন। আমরা এমন একজন মানুষকে হারিয়েছে বলে মন্তব্য করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (৭ মে) বিকালে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারের ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে টঙ্গী থানা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, বর্তমানে এমন আদর্শবান নেতা পাওয়া কঠিন। সবসময় তিনি অসহায় মানুষের কথা বলতেন, সাধারণ মানুষের কল্যাণে ঝাপিয়ে পরতেন। সেই মানুষটি আমাদের মাঝে নেই। ২০০৪ সালের এই দিনে বিএনপি মদদপুষ্ট সন্ত্রাসীরা দিন দুপুরে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। সেই দিন এই গাজীপুরের লাখ লাখ মানুষ তার হত্যার বিচারের দাবিতে কঠোর আন্দোলনে নেমে পড়েন। বিএনপি রাজনীতির ধারাই হলো মানুষ খুন করা। ভালো মানুষের জীবন কেড়ে নেওয়া কি রাজনীতি?
টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্ব, কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা মশিউর রহমান সরকার বাবু, সাবেক টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম প্রমুখ।
বক্তব্য শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কয়েক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।