• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সড়কেই স্ত্রীকে পিটিয়ে হত্যা

    সড়কেই স্ত্রীকে পিটিয়ে হত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ

    বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যকাণ্ডের শিকার মরিয়ম (২৪) ওই গ্রামের মো. মনিরের স্ত্রী, তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

    মরিয়মের বোনের ছেলে মো. রবিউল বলেন, মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে মনির তার স্ত্রী মরিয়মকে নিয়ে শ্বশুরবাড়ি পাতারচর গ্রামে যাচ্ছিলেন। পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মনির সড়কেই স্ত্রীকে বেদম মারধর করেন। এতে মরিয়ম জ্ঞান হারিয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে মনির মোবাইলফোনে কল করে মরিয়মের স্বজনদের বিষয়টি জানায়। এরপর বাড়ি থেকে লোকজন গিয়ে মরিয়মকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

    মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১