- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২১ | ১০:৩৭ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনের প্রাণহানি হয়েছে। একই পরিবারের ৬জনের লাশ দেখে হতভম্ব এলাকাবাসী। এর আগে একই পরিবারের এত লাশ দেখেনি এলাকাবাসী। ক্ষত-বিক্ষত এই লাশ দেখে সবাই স্তব্ধ। ঘটনাস্থল নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পেচুয়ালেঞ্জী গ্রাম।
এ ঘটনায় এলাকায় এখন শোকের মাতম বইছে। নিহতদের স্বজনদের সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে প্রতিবেশীরাও।
জানা যায়, তারকান্দা উপজেলার গাছতলা এলাকায় বাস সিএনজির সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজনের মৃত্যু হয়। রোববার (৩ জানুয়ারি) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
এই নিহতদের একজন পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (২৫)। ছেলেসহ পরিবারের ছয়জনের মৃত্যুর খবরে ফারুকের মা আয়েশা খাতুন এখন পাগলপ্রায়।
বারবার মুর্ছা যাচ্ছিলেন আর বলছিলেন, ‘কথা ছিল বাড়িতে নতুন অতিথি এলে আত্মীয়-স্বজনদের নিয়ে করা হবে আকিকার অনুষ্ঠান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে। এখন কাকে নিয়ে বাঁচব। আমার আর কেউ রইলো না।’
নিহত বাকিরা হলেন- ফারুকের স্ত্রী মাসুমা আক্তার (২০), তাদের পাঁচদিনের নবজাতক ছেলে, ফারুকের বড় ভাই নিজাম উদ্দিন (২৭), বড় বোন তামান্না আক্তার জুলেখা (৩২), আরেক বড় ভাই আজিম উদ্দিনের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৫) ও ময়মনসিংহ সদরের চরলক্ষীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সিএনজির চালক রাকিবুল (৩০)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাসুমা আক্তারের প্রসব ব্যথা শুরু হলে প্রথমে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালে তিনি স্বাভাবিকভাবে এক ছেলে শিশুর জন্ম দেন।
রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সবাই বাড়ি ফিরছিলেন। এ সময় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের তারকান্দা উপজেলার গাছতলা এলাকায় শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন সাতজন। পরে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি নিহতদের লাশ উদ্ধার করে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন চন্দ্র দাস জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |