• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    হত্যা মামলার আসামিদের জামিন বাতিল ও শাস্তির দাবিতে সমাবেশ

    হত্যা মামলার আসামিদের জামিন বাতিল ও শাস্তির দাবিতে সমাবেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ৪:৫৬ অপরাহ্ণ

    টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে তোতা শেখ হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদির পরিবারকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। হুমকির ফলে আতঙ্কিত বাদির পরিবার চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবন যাপন মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি এ হত্যা মামলার ন্যায় বিচার নিয়েও শঙ্কা প্রকাশ করছে বাদির পরিবার। দ্রুত অভিযুক্তদের জামিন বাতিল ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকেল বটতলা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নিহত তোতা শেখের বাবা দপ্তিয়র ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আক্কেল শেখ, মা সুফিয়া বেগম, স্ত্রী হাসিয়া বেগম, ভাই মো. রুহুল আমিন, রওশন আলী, থানা আওয়ামী লীগের সদস্য মো. শাহআলম সিদ্দিকি, দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিতুজ্জামান তুনির প্রমুখ।

    প্রতিবাদ সভায় নিহতের বাবা আক্কেল শেখ বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় আসামিরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ভয়ে হাট বাজারে যেতে পারছি না। নিহতে ভাই মো. রুহুল আমিন আসামিদের জামিন বাতিলের আবেদন জানিয়ে বলেন, আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। নিহতের স্ত্রী হাসিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার তিন সন্তানকে ইতিম ও আমাকে যারা বিধবা করেছে আমি তাদের ফাঁসি চাই। জামিন বাতিলের জোর দাবি জানিয়ে নিহত তোতা শেখের মা সুফিয়া বেগম বলেন, আসামিরা প্রকাশ্যে থাকলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব।
    এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার অন্যতম আসামি মো. আবুল হাশেম হুমকির বিষয় সম্পূর্ণ অস্বীকার করে বলেন, হুমকি তো দুরের কথা বাদি পক্ষের কারণে আমাদের অনেকেই জামিনে এসে তাদের বাড়ি যেতে পারছে না। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান আবুল হাশেম।

    উল্লেখ্য, উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আক্কেল শেখের সাথে চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেমের নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২১ সালের ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে রেহাই পাইকেল গ্রামে বাদির বাড়িতে অতর্কিত হামলা করে। এ ঘটনায় আক্কেল শেখের ছেলে তোতা শেখ নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়। ঘটনার ২ দিন পর ২৮ নভেম্বর ৩০ জনকে আসামি করে নাগরপুর থানায় হত্যা মামলা রুজু হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১