• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১

    হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুন ২০২৩ | ৪:৫৯ অপরাহ্ণ

    মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারের সহিংসতার ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে এতে অন্তত ৪১ জনের নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

    জানা গেছে, কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়।

    কারা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছিলেন।
    হন্ডুরাসের উপনিরাপত্তামন্ত্রী, জুলিসা ভিলানুভা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    এছাড়া আহতদের উদ্ধার এবং সহিংসতা থামাতে তাৎক্ষণিকভাবে দমকলকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ অনুমোদন করেন জুলিসা ভিলানুভা। তিনি বলেছেন, “মানুষের প্রাণহানি সহ্য করা হবে না।”

    এদিকে যারা নিহত হয়েছেন তারা সবাই কয়েদি কিনা সেটি এখনও নিশ্চিত নয়। রাজধানী তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটিতে একসঙ্গে ৯০০ বন্দি থাকতে পারেন।

    এ ঘটনায় আহত কয়েকজন বন্দিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১