• আজ রবিবার
    • ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    হরতালকে জাদুঘরে পাঠিয়েছে জনগণ: সাঈদ খোকন

    হরতালকে জাদুঘরে পাঠিয়েছে জনগণ: সাঈদ খোকন

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৪:৪৩ অপরাহ্ণ

    ‘নতুন প্রজন্ম হরতাল কী সেটাই জানে না। জনগণ হরতালকে আজ জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। জনগণ হরতাল দেখতে চায় না। তারা কর্মমুখী, কর্মের মধ্য দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে সব সময় সচেষ্ট থাকে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।’

    রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল, প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করে বংশাল ও কোতোয়ালি থানা আওয়ামী লীগ (প্রস্তাবিত কমিটি)। প্রতিবাদ সভার আগে মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে নর্থ-সাউথ রোড ও ইংলিশ রোডে বিক্ষোভ-মিছিল করেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

    প্রতিবাদ সভায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব শান্তিপূর্ণ অবস্থান এবং আগামী জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেবো। আজকে আমরা যে স্থানে প্রতিবাদ সমাবেশ করছি, সেখানে সকালে দুর্বৃত্তদের হাতে একটি বাস আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে গেছে। এটা জনগণের সম্পদ, মানুষের সম্পত্তি। মানুষের সম্পদ ধ্বংসের মধ্য দিয়ে বিএনপির দুর্বৃত্তরা আবারও প্রমাণ করলো তারা দেশের মানুষের পক্ষে নয়। তারা দেশের মানুষের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে।’

    বিএনপির দুর্বৃত্তদের প্রতিহতের ঘোষণা দিয়ে সাঈদ খোকন বলেন, এই দুর্বৃত্তদের কোন প্রকারের ছাড় দিতে আমরা রাজি নই। শেখ হাসিনার কর্মীরা যতদিন পর্যন্ত বেঁচে আছে তারা রাজপথ দখলে রাখবে ইনশাআল্লাহ। যে কোনো নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলায় শেখ হাসিনার কর্মীরা প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে যেখানেই ধ্বংসযজ্ঞ, অগ্নিসন্ত্রাস ঘটবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।

    দেশের মানুষের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে স্তব্দ করার জন্য বিএনপি আবারও মাঠে নেমেছে উল্লেখ করে ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভৌত অবকাঠামোসহ দেশের সামাজিক এবং অর্থনৈতিক সবদিক থেকে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গতকাল কর্ণফুলী নদীর তলদেশে টানেল উদ্বোধনের মধ্য দিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করেছেন। পদ্ম সেতু, এলিভেটেট এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে ঢাকাবাসীর যানজট নিরসন করছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রগতির যাত্রা শেখ হাসিনার নেতৃত্বে চলমান। এই অব্যাহত যাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আগামী নির্বাচনে পুরান ঢাকায় আবারও নৌকা মার্কার বিজয় দেখতে চাই।

    প্রতিবাদ সভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনীর্বাহী সংসদের সদস্য মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন প্রিয় নেত্রী বাংলাদেশের যেখানেই আমাকে দায়িত্ব দেবেন, আমি দলের পক্ষ থেকে সেখানেই দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১