• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    হলিউড তারকা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

    হলিউড তারকা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ

    হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজি সিনেমার জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত করে মামলা করেছেন তার এক সাবেক সহকারী।

    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে এ মামলাটি করেন তার প্রাক্তন সহকারী আস্তা জোনাসন। তার অভিযোগ, ২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিং করেন ভিন ডিজেল-আস্তা জোনাসন। এ সিনেমার শুটিংয়ের সময়ে আটলানটা হোটেল রুমে তাকে যৌন নিপীড়ন করেন ভিন ডিজেল; এর ঠিক ১ ঘণ্টা পরই আস্তাকে চাকরিচ্যুত করেন।

    মামলার এজাহারে আস্তা জোনাসন জানিয়েছেন, সেদিন রাতে একাধিক নারীর সঙ্গে আনন্দ করেন ভিন ডিজেল। পরে জোরপূর্বক আস্তার শরীরে হাত দেয় এবং তাকে চুম্বন করেন। তারপর হোটেল থেকে বেরিয়ে যান আস্তা।

    অভিযোগকারী আস্তা জোনাসনের আইনজীবী ক্লেয়ার-লিস কুটলি বলেন, ক্ষমতাবান পুরুষদের জবাবদিহিতার আওতায় আনা না হলে, কখনো কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ হবে না। আমরা আশা করছি, তার (আস্তা) এই সাহসী পদক্ষেপ দীর্ঘস্থায় পরিবর্তন আনতে সাহায্য করবে।

    এ বিষয়ে কথা বলতে ভিন ডিজেলের লিগ্যাল এবং জনসংযোগকর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা। পরে এক বিবৃতিতে ভিন ডিজেলের আইনজীবী জানান, অভিযোগটির সত্যতা নেই। এটি অভিনেতা অস্বীকার করেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০