- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২৩ | ১১:১৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার ফতেয়াবাদ চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৪ থেকে ৫ জন যুবক দৌড়ে সিএনজিচালিত অটোরিকশা করে পালানোর সময় একজনকে কী সমস্যা জানতে চাইলে, তিনি পুলিশ আসছে বলে পালানোর চেষ্টা করেন। আমরা তাকে আটক করি। এ সময় আরও ৩ যুবক অটোরিকশা করে পালিয়ে যায়।
এনআরবি ব্যাংকের কর্মকর্তা মাইনুদ্দীন মাহমুদ বলেন, আমি ও একজন সিকিউরিটি গার্ড স্কুটি চালিয়ে প্রতিদিনের মতো টাকা সংগ্রহ করে ১৪ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে চৌধুরীহাট জনতা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। এ সময় ৪ থেকে ৫ জন যুবক মাস্ক পরে আমাদের চোখে মরিচের গুঁড়া মেরে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আমরা চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে একজনকে আটক করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি এবং পর্যবেক্ষণ করে দেখছি। আরো তদন্তের জন্য আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করছি না।