- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ
রাজধানীর হাতিরঝিলের মহানগর ব্রিজ থেকে পড়ে বজলু মিরাজ চৌধুরী রাজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মা নাদিরা বেগমের দাবি তাকে ব্রিজ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজ সিলেটের কমলগঞ্জের মৃত বি জামান চৌধুরীর ছেলে।
হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কারিবেল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতাল মর্গে গিয়ে নিহত রাজের ময়নাতদন্ত সম্পন্ন করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রেমিকা বর্ষা ও বন্ধু আকাশকে আটক করা হয়েছে।
নিহতের মা নাদিরা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মির্জা আক্তার বর্ষা নামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। ওই মেয়েটি মাদকাসক্ত ছিল। আমার ছেলেকে আকাশ ও বর্ষা ডেকে নিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।
তিনি আরও বলেন, আমার ছেলে পড়াশোনা গ্যাপ হওয়ায় কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। সামনে তার পরীক্ষা ছিল।