• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

    হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৬ অপরাহ্ণ

    রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন (২২) নামে এক তরুণ নিহত ও আজিম নামে আরও এক যুবক আহত হয়েছেন।

    শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিনের বন্ধু শাওন বলেন, শাহীন ও আজিম দু’জনে বন্ধু।

    সকালে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হলে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে প্রাইভেটকারের ধাক্কায় দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে শাহীনকে চিকিৎসক মৃত ঘোষণা ঘোষণা করেন। আজিম বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে শাহীন নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে আহত অন্য যুবকের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০