• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ দীর্ঘ হতে পারে: নেতানিয়াহু

    হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ দীর্ঘ হতে পারে: নেতানিয়াহু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৩ | ৫:২১ অপরাহ্ণ

    হামাসের বিরুদ্ধে তার দেশের লড়াই ‘দীর্ঘ যুদ্ধ’ হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ নিয়ে এ কথা বলেন।

    ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পরের দিন ৮ অক্টোবর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার সিএনএনকে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্য হচ্ছে ‘হামাসের ওপর হামলা চালানো এবং তাদেরকে আক্রমণের ক্ষমতা থেকে বিরত রাখা।

    মঙ্গলবার জেরুজালেমে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হামাসকে পরাজিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। নেতানিয়াহু সতর্ক করে বলেন, হামাস ইউরোপের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।

    দক্ষিণ লেবাননে আধিপত্য বিস্তারকারী ইরান সমর্থিত ইসলামি জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে যুদ্ধে যোগ না দেওয়ার জন্য ম্যাক্রোঁর হুঁশিয়ারির সঙ্গেও তিনি একমত পোষণ করেন। তিনি বলেন, হিজবুল্লাহ সংঘাতে প্রবেশের জন্য ‘আফসোস’ করবে। তিনি বলেন, আমি আশা করি তারা আমাদের সতর্কবাণী মেনে নেবে। অন্যথায় তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০