- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫:১২ অপরাহ্ণ
খুলনা মহানগরীর মজিদ সরণিতে মনিপাল এএফসি হাসপাতালের (সাবেক ফর্টিস) সপ্তম তলায় সেন্ট্রাল এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দিনগত রাত পৌঁনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহতরা হচ্ছেন রনি (৩২) ও রাজু (৩৪)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিপাল এএফসি হাসপাতালের চিকিৎসক মাসুদ বলেন, ‘হাসপাতালের সপ্তম তলায় এসির কাজ চলছিল। সে সময় এসির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে সেখানে কাজ করা অবস্থায় দুই জন আহত হন। বিস্ফোরণে ওই কক্ষের বিভিন্ন পাশের গ্লাস ভেঙে গেছে। আহত দুই জনকে দ্রুত উদ্ধার করে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনার পর সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশও এ সময় সেখানে বিশৃঙ্খলা রোধে সক্রিয় ভূমিকা পালন করেছে। রাতে এ ঘটনার পর খুলনা মেট্টোপলিটন পুলিশের ডিসি এহসান শাহ ও এডিসি সোনালী সেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।